রুবেল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বছরের প্রথম দিনেই উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের মধ্য দিয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব কার্যক্রম পালন করা হয়েছে।
আজ সোমবার (১ জানুয়ারি) সকাল উপজেলার ২২ নং বাহের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাংলাগড় দাখিল মাদ্রাসায় এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জাহিরুল ইসলাম, বিশেষ অতিথি ৭ নং রাতোর ইউপি সদস্য এরশাদ আলী ও প্রধান শিক্ষক নিবারণ রায়।
নতুন বই পেয়ে স্কুলটির প্রথম শ্রেণির এক শিক্ষার্থী বলে, সবগুলো নতুন বই, নতুন বই পেয়ে খুব ভাল লাগছে। নতুন বইতে অনেকগুলো ছবি আছে। দেখতে অনেক সুন্দর। অনেক ভালো লাগছে।
চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জুনায়েদ আহমেদ সিফাত বলেন, নতুন বই পেয়ে অনেক ভালো লাগছে। ছয়টি নতুন বই পেয়েছি। ভালভাবে পড়াশোনা করবো। দুই রোল হয়েছে ক্লাস ফাইভে এক রোল করবো।
বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে এভাবেই পড়াশোনায় মনোযোগী হোক ছাত্র-ছাত্রীরা সকলের কাম্য।এসময় বিদ্যালয়ের কর্মরত শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে সকাল এগারোটায় উৎসব ও আনন্দঘন পরিবেশে বাংলাগড় দাখিল মাদ্রাসায় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালন করা হয়েছে। এসময় মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নতুন বই পাওয়াদের একজন শিক্ষার্থী নাজনীন আক্তার। সে উক্ত মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।মাদ্রাসায় ভর্তি হয়ে নতুন বই পেয়ে অনেক উচ্ছসিত সে। শুধু নাজনীন নয়, নতুন বই পেয়ে তার মতো অন্য শিক্ষার্থীরাও উচ্ছাসিত, আনন্দিত। তারা বলেন, নতুন শ্রেণিতে উঠে নতুন বই পাওয়ার আনন্দই অন্যরকম। আর সে বই যদি বিনা মূল্যে পাওয়া যায় তাহলে তো কথাই নেই।
মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। তবে কোন শ্রেণীর বই এখনো না পৌঁছায় বিদ্যালয়ে সরবরাহ করা হয়নি।
এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হোসেন জানান, যেসব বই পেয়েছি তা সবগুলো বিদ্যালয়ে পৌছানো হয়েছে এবং আজকে বিতরণও করা হয়েছে। যেসব শ্রেণীর বই এখনো পায়নি সেগুলো পেলেই সংশ্লিষ্ট বিদ্যালয়ে সরবরাহ করা হবে।