সোহেল রানা, তালতলী প্রতিনিধিঃ
শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পহেলা জানুয়ারি
বরগুনার তালতলী উপজেলার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে বিনা মূল্যে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১লা জানুয়ারী তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বই উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির, সহকারী কমিশনার ভূমি অমিত দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, এ সময় আরও উপস্থিত ছিলেন তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার, শিক্ষা অনুরাগী কামরুল আহসান, ছাতনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে এগিয়ে নিতে বিনামূল্যে বই বিতাড়ন করে এটা বিশ্বে বিড়ল। তাই তোমারা মনোযোগ দিয়ে লেখাপড়া করবে এবং শিখবে। একজন শিক্ষিত মানুষ হয়ে দেশের হাল ধরবে। তোমারাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ।