মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জের হাটপাঙ্গাসী বাজার থেকে সিরাজগঞ্জ সদর চর ইসলামপর হাফিজিয়া মাদ্রাসা পর্যন্ত রাস্তাটি রাস্তাটি পাকা না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে স্হানীয় এলাকার হাজারো মানুষ। অত্র এলাকা থেকে শত শত শিক্ষার্থী ও হাজার হাজার মানুষ সহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে থাকে। চর ইসলামপুর গ্রামের চা বিক্রেতা মোঃ সামিদুল ইসলাম
মোঃ আব্দুল মমিন, ও মাওলানা মোঃ মোখলেছুর রহমান সহ অনেক মহল্লাবাসী বলেন, আমাদের এলাকা থেকে হাটপাঙ্গাসী সহ বিভিন্ন এলাকার একমাত্র রাস্তাটি পাকা না হওয়ায় অযত্নে – অবহেলায় পড়ে আছে। এই কাঁচা রাস্তা দিয়েই সাধারণ মানুষ এবং মাদ্রাসা, স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ঝুকি যাতায়াত করছে। এ যেনো দেখার কেউ নেই।
এমতাবস্থায় উপজেলার হাটপাঙ্গাসী বাজার থেকে জেলা সদর চর ইসলামপুর হাফিজিয়া কওমী মাদ্রাসা পর্যন্ত রাস্তাটি পাকা করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন অত্র এলাকাবাসী।