মোঃ নুহু ইসলাম, স্টাপ রিপোর্টার:
পটুয়াখালীতে জেলা বর্ণাঢ্য র্যালী ও আলোচনাসভাসহ বিভিন্ন আয়োজনে জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
৩০ ডিসেম্বর সকাল ১০ টায় সার্কিট হাউজ প্রাঙ্গনে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। র্যালীটি বিভিন্ন সড়ক ঘুরে কারিগরি প্রশিক্ষন কেন্দ্র টিটিসি ভবনের সামনে গিয়ে শেষ হয়। র্যালী শেষে টিটিসি ভবনের সামনে দিনব্যাপী দিনব্যাপী প্রবাসীদের সেবা বিষয়ক মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যন এ্যাড. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম, টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মো. মাঈনুদ্দিন, ইসলামর ব্যংক পটুয়াখালী শাখার ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. মাহমুদ উল্ল্যাহ আকন্দ৷ প্রধান সহকারী দেব দাস। পরে টিটিসি এর হল রুমে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিকশেখ আব্দুল্লাহ সাদীদ এর সভাপতিত্ব এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জেলায় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরনকারী নাসিমা আক্তার ও মো. জসিম উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট এবং প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
এছাড়া জেলায় সর্বোচ্চ রেমিট্যান্স আহরনকারী ইসলামী ব্যাংককেও সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্মানিত অনুষ্ঠিত হয়েছে