মোঃ সারোয়ার হোসেন অপু, নওগাঁ প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি থানাধীন সানাহাটি মোড় এলাকা থেকে গাঁজাসহ মাদকব্যবসায়ী আরিফুল কে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব থেকেই দেশের সার্বিক আইন-শৃখলা পরিস্থিতি সমুনত রাখার সব ধরনের অপরাধী কে আইনের আওতায় নিয়ে আসার ও অগ্রণী ভূমিকা পালন কর আসছে। জঙ্গি, সস্ত্রাসী, অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ১ ভান্ডারপুর এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব জয়পুরহাট একটি চৌকস অপারেশনাল লেঃ ক্যাপ্টেন অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এর নেতৃত্বে অদ্য ২৯ ডিসেম্বর ২০২৩ তারিষ ২২.০০ ঘটিকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন সানাহাটি মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩.৫ কজি গাঁজা ও গাঁজা বহনকারী মোটরসাইকলসহ মাদক ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম (২৮), পিতা-মোঃ নাছির উদ্দিন মন্ডল, সাং- চকশিমুলিয়া,থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী আরিফুল এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী আরিফুল সীমান্তবর্তী এলাকায় মাদক সংগ্রহ কর জয়পুরহাটের বিভিন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করে এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গায়াল আরিফুল এর গতিবিধি পর্যবেক্ষণ করে ২৯-১২-২০২৩ ইং তারিখ ২২.০০ ঘটিকায় উক্ত আসামীকে মোটর সাইকেলে গাঁজা বহনকালে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন সানাহাটি মোড় এলাকা থেকে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক আরিফুল কে আটক করে ।
পরবর্তীতে সবার উপস্থিতিতে উক্ত আসামীকে তল্লাশীকালে মোটর সাইকেল অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় নিষিদ্ধ মাদক দ্রব্য ৩.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটর অন্যান্য আসামি ধরতে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট গায়দা কার্যক্রম অব্যাহত রয়েছে।