মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে ৪নং গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ কতৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউপি সচিব মশিউর রহমান, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আরিফুল ইসলাম, ইউপি সদস্য মোঃ শাহজাহান আলী শাজু, মহির উদ্দিন, লুৎফর রহমান, আব্দুল আলীম তালুকদার, আব্দুল বারী সরকার, আব্দুল কাদের মন্ডল, মো. মনিরুজ্জান, মো. আব্দুস ছামাদ, মো. রুবেল সরকার, সংরক্ষিত মহিলা সদস্য শামছুন্নাহার শাহিনুর, মুকুল খন্দকার, শাহনাজ পারভীন, উদ্যোক্তা সানোয়ার হোসেন ও সাগর মাহমুদ সহ ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন গোবিন্দাসী কবরস্থান মাদরাসার হুজুর মোঃ জাহিদুল ইসলাম সহ ক্ষুদে শিক্ষার্থীবৃন্দ।
ইউপি সচিব মশিউর রহমান এর সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য উপস্থাপন করেন গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার। আলোচনা শেষে দোয়া ও কেক কাটা হয়।