মোঃ সারোয়ার হোসেন অপু, নওগাঁ প্রতিনিধি:
ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে নওগাঁর মান্দা উপজেলায় বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, ড্যাব নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুকুল,যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক,ওবায়দুল হক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক,
যুগ্ম আহ্বায়ক তালহা জোবায়ের, যুবনেতা হেলাল উদ্দিন হিল্লোল, মোমিন মোল্লা, ছাত্রদলের অন্যতম নেতা আল আমিন, ইউনিয়ন বিএনপি নেতা আতিকুর রহমান টুলু,জাহিদুল ইসলাম জাহিদ,শাহজাহান আলী মাঝি, সাহার আলী, আবু হেনা মোস্তফা জামান, হারুনুর রশিদ, আনোয়ার হোসেন প্রমুখের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।
আজ বিকেল ৪ টায় উপজেলার মিঠাপুর হাটে গণসংযোগকালে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে পথসভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ডাঃইকরামুল বারী টিপু। বক্তৃতায় তিনি বলেন আগামি ৭ জানুয়ারি কোন ইলেকশন নয়, সিলেকশনের ঘোষনা দিবে আওয়ামী লীগ। এই সিলেকশনে জনগণের কোন মতামত নাই।তাই তিনি অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান।