সঞ্জিব কুমার সাহা, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। ১৭ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্যের পক্ষে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, গলাচিপা থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, গলাচিপা প্রেস ক্লাবসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুহম্মদ সাহিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।
বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মু. নুরুল ইসলাম ধলা, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নিজাম উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।