প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ১২:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৩, ১০:৩২ পি.এম
নাটোর-৩ সিংড়া আসনে নৌকার প্রচারণায় মাঠে নেমেছেন পলকের সহধর্মিণী
আলিফ বিন রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন নাটোর-৩, সিংড়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তিপ্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির সহধর্মিণী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফা জেসমিন কনিকা।
সিংড়া পৌরসভা সহ উপজেলার ১২ টি ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লার বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের কথা তুলে ধরে নৌকার প্রচারণা করে গণসংযোগ করে যাচ্ছেন তিনি। সকাল থেকে বিকাল পযর্ন্ত গণসংযোগ শেষে প্রতি সন্ধায় গুরুত্বপর্ণ গ্রাম ও পাড়ায় নারী ভোটারদের নিয়ে করছেন উঠান বৈঠক।
সোমবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামে গণসংযোগ করেন পলকের স্ত্রী আরিফা জেসমিন কনিকা। গণসংযোগ শেষে দুপুর ১ টায় আয়েশ গ্রামের বাঁধপুকুর পাড়ায় নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রুহুন আমিনের স্ত্রী লুৎফুল নাহার লতা, ডাহিয়া ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি আব্দুল মতিন মৃধা, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফ মাহমুদ, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সোহরাব হোসেন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহসভাপতি শামীম রেজা, উপ-দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক হাশেম আলী,
সহসভাপতি সোহাগ আলী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ বকুল হোসেন, সাবেক সাধারন সম্পাদক বুলবুল হোসেন রুবেল, ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু কাওছার সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।