মোঃ কাওছার আহম্মেদ, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
১১৪ পটুয়াখালী ৪, রাঙ্গাবালী- কলাপাড়া ও মহিপুর আসনে নির্বাচনি প্রচার প্রচারণা চালাচ্ছে স্বতন্ত্র প্রার্থী।
নৌকা ও ঈগল প্রতিক কে টেক্কা দিতে স্বতন্ত্র হয়ে ট্রাক মার্কা নিয়ে মাঠে আছেন, সাবেক এমপি আনোয়ারের ছেলে আব্দুল্লাহ আল ইসলাম লিটন, প্রতিক বরাদ্দের দিন থেকেই সমান তালে প্রচার- প্রচারনায় দেখা গেছে স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকদের।
নির্বাচনি প্রচারের শুরু থেকেই প্রতিদিন সকাল থেকেই নির্বাচনী নিজ এলাকা কলাপাড়া- রাঙ্গাবালী ও মহিপুরে বাজারের বিভিন্ন স্থানে ট্রাক মার্কার বোট চান আবদুল্লাহ আল ইসলাম লিটন ও তার অনুপস্থিতিতে রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহমেদ সহ তার সমর্থকরা। এসময় দেখা যায় ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। জনগনের কাছে তুলে ধরছেন বর্তমান সরকারের বিগত বছরের উন্নয়নের কথা।
তবে তারা মনে করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যাপক ভোটে হারিয়ে ট্রাক মার্কার জয়লাভের সপ্ন দেখছেন।
ট্রাক মার্কার প্রার্থী, আবদুল্লাহ আল ইসলাম লিটন বিভিন্ন এলাকায় পথসভায় এবং উঠান বৈঠকে বলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমুলক ও নিরপেক্ষ করে দেশ ও বিদেশে নির্বাচনকে গ্রহনযোগ্য করার খেত্রে অবদান রাখার উদ্দেশ্যেই এবার প্রধানমন্ত্রী নির্বাচন করার অনুমতি দিয়েছেন।
এছাড়া ও বিদেশে এই নির্বাচনের গ্রহনযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবেনা, তাই স্বতন্ত্র হয়ে মাঠে আছি ।
এই আসনে আমার অনেক জনপ্রিয়তা আছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাব করে সংসদে যেতে চাই ইনশাআল্লাহ।