মুলাদী প্রতিনিধিঃ মুলাদী মধ্যতেরচর মল্লিক বাড়ী আবুল কাশেম ফোরকানিয়া-নুরানী মাদ্রাসার সমপনি পরীক্ষার ফলাফল ঘোষনা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় মাদ্রাসা হলরুমে মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা সেলিম আহম্মেদ দুলাল মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুলাদী উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও মুলাদী সিনিয়র মাদ্রাসার প্রভাষক মুফতি মাওলানা রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পৌরসভা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর হোসেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি গোলাম মোস্তফা মল্লিক, যুগ্ন-সম্পাদক রাসেল মল্লিক, অত্র মাদ্রাসার মুহতামিম কবির হোসেন, সিনিয়র সাংবাদিক ওমর ফারুক, রেজাউল করিম রেজা হাওলাদার, মিজানুর রহমান, শামিম সরদার, বাকী উল্লাহ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।