আবদুল্লাহ আল মামুন, যশোর জেলা প্রতিনিধি:
যশোরে যেমন চলছে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারনা তেমনি চলছে বি এন পির ভোট বর্জন প্রচার-প্রচারনা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগ পুরোদমে প্রচার-প্রচারনা শুরু করেছে ইতোমধ্যে। অপরদিকে বিএনপি থেমে নেই তাদের ভোট-বর্জন কার্যক্রম চালাতে।
গতকাল রাতে ৮ টার দিকে যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানাসহ বিভিন্ন জায়গায় বিএন পির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত- এর নেতৃত্বে লিফলেট বিতরন করেন এবং ৭ জানুয়ারির নির্বাচনকে অবৈধ বলে আখ্যা দিয়ে বলেন ৭ তারিখে যে ভোট হবে সেটা অবৈধ বি এন পি সহ অন্যান্য দল এই ভোটকে বর্জন করেছে, তাই আপনারা কেউ এই ভোটকে গ্রহন করবেন না।ভোটকে বর্জন করে প্রতিবাদ করার মাধ্যমেই বাংলাদেশকে বুঝিয়ে দিতে ৭ তারিখের ভোট অবৈধ এবং একতরাফা নির্বাচন।
এছাড়াও মণিরামপুর উপজেলা বিএনপির নেতা আলহাজ্ব শহীদ মোঃ ইকবাল হোসেন এর নেতৃত্বে মণিরামপুরে ভোট বর্জনের লিফলেট বিতরণ করে এসময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।