ওমর ফারুক তালুকদার, ভালুকা প্রতিনিধিঃ– ময়মনসিংহ-১১ ভালুকা আসনের স্বতন্ত্র প্রার্থীর একটি প্রচারণা ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বিত্তরা।
২৪শে ডিসেম্বর রবিবার ভোর রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মিন্না মার্কেট এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় রবিবার সকালে সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম এ ওয়াহেদের (ট্রাক মার্কার) সমর্থকরা।
পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। সমর্থকরা জানায়, স্বতন্ত্র প্রার্থী এম এ ওয়াহেদের ট্রাক মার্কার প্রচারণা শেষে রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পে তালা দিয়ে বাসায় চলে যান নেতাকর্মীরা। পরে ভোর রাতে জানতে পারেন তাদের ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে। এতে ক্যাম্পের সকল মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে বলেও জানান তারা।