জাহিদ হাসান চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে ২১ ডিসেম্বর ২৩ বৃহস্পতিবার, ফেনী শহরস্থ মারকাজ ওমর (রা.) অডিটোরিয়ামে দিনব্যাপী জনশক্তির বহুমুখী দক্ষতা যাচাই প্রতিযোগিতা প্রতিভার খোঁজে -২০২৩ অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি এইচ এম নুরুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ এইচ ফোরকান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য মাওলানা মিজানুর রহমান হাসিব।
উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা সহ দিনব্যাপী উৎসব মুখর সব আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়। বাদ আসর বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথি ও জেলা নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত অজপাড়া গাঁয়ে লুকিয়ে থাকা প্রতিভা গুলো উঠিয়ে এনে বিকাশের মাধ্যমে এর যত্ন নিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস। দেশের বিভিন্ন প্রান্তে কিশোরা আজ মোবাইল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুয়া, মাদকের ভয়াল থাবায় আসক্ত আমরা একটি দেশ প্রেমিক, আদর্শ সমাজ ও নাগরিক গঠনে অব্যাহত প্রচেষ্টা নিয়ে এগুচ্ছি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা অর্থ ও কল্যাণ সম্পাদক নাদের চৌধুরী, স্কুল ও কলেজ সম্পাদক মীর হোসাইন হৃদয়, সদস্য আবু সাঈদ আশিক সহ বিভিন্ন শুরা ও শাখা নেতৃবৃন্দ প্রমুখ।