প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৪, ২:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৩, ৩:৫২ পি.এম
নাশকতা মামলায় বিএনপি’র তিন নেতা গ্রেপ্তার
মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় নাশকতার মামলায় বিএনপির তিনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত তাজীম উদ্দিনের ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. রাশেদুজ্জামান স্মৃতি (৪২) ও মৃত ইউসুফ আলী শাহ্ এর ছেলে মো. ইয়াসিন আলী (৩৯), টংগুয়া গ্রামের মৃত সাইফুদ্দিন আহমেদের ছেলে ভেড়ভেড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সাইয়াদুল ইসলাম মুক্তি (৫৪)।
খানসামা থানার ওসি মো. মোজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিপূর্বে তাদের নামে একটি নাশকতার মামলা রয়েছে। নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার করে রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।