ইলিয়াসুর রহমান বরগুনা প্রতিনিধি,
বরগুনা জেলাধীন বেতাগী উপজেলার ঐতিহ্যবাহী বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী আজ ১৭ই মার্চ ২০২২খ্রি. সকাল ১০ ঘটিকায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব,মোঃ আনিচুর রহমান। অনুষ্ঠান সসঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক জনাব ইলিয়াসুর রহমান।
পবিত্র কুরআন থেকে তিলোয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় পরে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে মহান স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে বক্তৃতা প্রদান করে শিক্ষকগণ। চিত্রাঙ্কন প্রতিযোগিতা,রচনা প্রতিযোগিতা,বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে কবিতা আবৃত্তি,দেশের গান পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা,পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের জন্য দোয়া করা হয়।
এছাড়াও বেতাগি গার্লস স্কুল এন্ড কলেজ সহ, কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয়, জামিরুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় সহ অন্যান্য বিদ্যালয় উক্ত দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা,এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ,অভিভাবকগণ, শিক্ষার্থীরা ও বিদ্যালয়ের সকল শিক্ষক। পরিশেষে প্রতিযোগী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন প্রধান শিক্ষক।