র্যাব- ১০ এর অভিযানে রাজধানীর শ্যামপুর এলাকা হতে ৩১০ লিটার চোলাই মদসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত ১৪ মার্চ ২০২২ খ্রিঃ তারিখ আনুমানিক ১৩:৪০ ঘটিকায় র্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন বালুরমাঠ এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৩১০ (তিনশত দশ) লিটার দেশীয় চোলাই মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মনির হোসেন (২৮) বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ শ্যামপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় চোলাই মদসহ ও অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।