ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বৃদ্ধি পাওয়ায় দিন দিন বাড়ছে হাসপাতাল বিমুখ রোগীর সংখ্যা। সেই গরীবের ডাক্তার খ্যাত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন এ উপজেলায় যোগদান করার পর থেকেই তাঁর নিরলস প্রচেষ্টায় বদলে যাচ্ছে হাসপাতালের চিত্র। সেবার মান বৃদ্ধি পাওয়ায় রোগী ও স্থানীয়দের মধ্যে ফিরে এসেছে আশার আলো।
এছাড়াও হাসপাতাল সূত্রে জানা যায়, ৫০ শয্যার এই হাসপাতালে পরীক্ষানিরীক্ষার যন্ত্রপাতিতে এসেছে আমুল পরিবর্তন। স্বাভাবিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে রয়েছে একঝাঁক মিডওয়াইফের নিরলস প্রচেষ্টা। হাসপাতালের আন্তঃবিভাগ ও বর্হিঃবিভাগসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে তদারকি করেন তিনি প্রতিনিয়ত। রোগীদের সাথে হাসি মুখে কথা বলেন। জানতে চান তাদের সমস্যা। হতদরিদ্র পরিবার থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য ঔষধ কোম্পানির প্রতিনিধিদের কাজ থেকে ঔষধ সংগ্রহ করে বিনা খরচে চিকিৎসা ও ওষুধ প্রদান করেন তিনি। কোভিড-১৯ এর মহামারি থেকে বাঁচতে জনসচেতনতা ও ভ্যাকসিন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে গ্রামে গ্রামে গিয়ে সচেতনতার পাশাপাশি করোনার টিকা গ্রহণের আহ্বান জানান তিনি।
সরেজমিনে গিয়ে জানা যায়, এই ৫০ শয্যার হাসপাতালটিতে জনবল সংকট থাকলেও স্বাস্থ্য কর্মকর্তার বিচক্ষণতা ও অতিরিক্ত দায়িত্ব পালনের মাধ্যমে রোগীদের সেবা কার্যক্রম নিশ্চিত করা হচ্ছে প্রতিনিয়ত। স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা এক রোগী রোকসানা পারভীন জানান, “গত কয়েক বছর ধরে আগের তুলনায় হাসপাতালটির অনেক পরিবর্তন হয়েছে।” উপজেলার নাগাইশ এলাকা থেকে চিকিৎসা সেবা নিতে আসা আবুল কাশেম বলেন, “ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন দায়িত্বে আসার পর থেকে হাসপাতালটির চেহারা ও সেবার মানে অভূতপূর্ব উন্নয়ন ঘটছে। আমরা আগের তুলনায় অনেক বেশি সন্তুষ্ট হচ্ছি।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন জানান, হাসপাতালটিতে সেবার মান বাড়াতে বেশ কিছু উদ্যোগের মধ্যে কিছু কিছু বাস্তবায়িত হওয়ার পথে আর বাকিগুলো চলমান রয়েছে। বিভিন্ন পর্যায়ের সহযোগিতায় বেশ কিছু কাজ ইতোমধ্যে শেষ করেছি। উর্ধতন কর্তৃপক্ষ ও মাননীয় সিভিল সার্জন স্যারের সহায়তায় আমি কৃতজ্ঞ। চিকিৎসা সেবার মান বাড়াতে তাঁদের সার্বিক সহযোগিতাই আমার শক্তি ও প্রেরণা।