মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা” শীর্ষক জনসচেতনতামূল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ মার্চ) বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামে উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে জনসচেতনতামুলক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
“সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা” শীর্ষক জনসচেতনতামূল প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে যুবদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার (Uno Belkuchi) মোঃ আনিসুর রহমান।
এসময় যুবদের উদ্দেশ্যে আরও আলোচনা করেন শিবানী সরকার সহকারী কমিশনার (ভূমি) বেলকুচি, সিরাজগঞ্জ, মোঃ রেজাউল করিম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বেলকুচি, সিরাজগঞ্জ, মোছাঃ রত্না বেগম মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ বেলকুচি, সিরাজগঞ্জ।