কাওছার মাহমুদ, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরকৃষ্ণজয় মৌজায় ২৫৭.৪৩ শতক জমি ক্রয় উপলক্ষে চেক বিতরণ অনুষ্ঠান বুধবার বিকেলে চরকৃষ্ণজয় গ্রামে ফেনী জেলা পরিষদের সদস্য ফারুক হোসেনের সঞ্চালনায় ও সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এম জহিরুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেশ ও চেক বিতরণ করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিফটন, সোনাগাজী উপজেলা সহঃ কমিশনার (ভুমি) লিখন বনিক, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জহিরুল আলম জহির, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান আজিজুল হক হিরন, চরছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
১২৫ জন গৃহহীন ও ভুমিহীনদের পুনর্বাসনের জন্য ৫ জন মালিক থেকে প্রতি শতক ৩৯ হাজার টাকা করে ভুমি ক্রয় করা হয়।এসময় ভুমি মালিকরা জেলা প্রশাসনের নিকট জমির দলিলও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।