মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষিই সমৃদ্ধি তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত।
মঙ্গলবার (১৫ মার্চ) সকালে ভূঞাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা পশ্চিম পাড়ায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন এর সঞ্চলনায়, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ূন কবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম রাশেদুল আলম জেলা বিজ প্রত্যয়ন অফিসার টাঙ্গাইল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার দুলাল উদ্দিন, অতিরিক্ত উপ পরিচালক নুরুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি হযয়ত আলী, ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, কৃষক এর পক্ষ থেকে বক্তব্য রাখেন- সাহাবুদ্দিন তালুকদার, মালেক তালুকদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোবহান মিয়া, ফলদা ওয়ার্ড দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা বিজয় কৃষ্ণ ভৌমিক, এলাকায় বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন এলাকার কৃষকবৃন্দ।
অনুষ্ঠান বিশেষ সন্তোষ কুমার দত্ত বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সরকার যে হারে কৃষকদের প্রনোদনা দিয়ে থাকেন, কৃষক যেন সঠিক ভাবে পাই, কৃষক যেন লাইনে না দাঁড়িয়ে থাকতে হয় সেই দিকে দৃষ্টি দিবেন।
গ্রামের কৃষক ইভান জানান, তিনি গত বছর চেয়ে এবার জমিতে সরিষার চাষ ভালো হয়েছে। গতবছরের চেয়ে ফলন যেমন বেশি ছিল তেমনি দামও পেয়েছেন ভালো। এ কারণে চলতি বছরে ২ বিঘা জমিতে সরিষার চাষ করেছে।
উপজেলার ফলদা গ্রামের শফিকুল ইসলাম জানান, তিনি এর আগে কখনো সরিষার চাষ করেননি। তবে এবার স্থানীয় কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় ৫ বিঘা জমিতে সরিষার চাষ করেছেন। ফলন ভালো হওয়ায় আগামী বছরও সরিষার চাষ করতে আগ্রহী ওই কৃষক।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিএম রাশেদুল ইসলাম বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে তেল জাতীয় ফসল বৃদ্ধি প্রকল্পের আওতায় প্যাটার্ন ভিত্তিক কৃষকদের সহায়তা করার কারণেই, এ উপজেলায় রবি মৌসুমে সরিষার ফলন বৃদ্ধি পেয়েছে। রবি মৌসুমে সরিষা চাষে আগ্রহী কৃষকদেরকে স্থানীয় কৃষি অফিস থেকে বিনা মূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়। সরিষা চাষে আগ্রহী নতুন কৃষকদের সব ধরণের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান ওই কৃষি কর্মকর্তা।