ওমর ফারুক খান নাটোর প্রতিনিধিঃ
নাটোরে লালপুরে আড়বাব ইউনিয়ন মঙ্গলবার ১৫ মার্চ দুপুর ১টার দিকে জনৈকা মোছাঃ ইশা খাতুন (৪) পিতাঃ মোঃ ইলিয়াস আলী সাং সাধুপাড়া এর বস্তাবন্দি লাশ মোঃ নুরুদ্দিন পিতা মৃত মজিদ উল্লাহ এবং ফজল আলী পিতা আজিত উল্লাহ উভয়ের বাড়ির পাশে নুরুদ্দিন এর আমবাগানে পানিশূন্য ডোবায় কে বা কাহারা উক্ত ইশা কে শ্বাস রোধ করে হত্যা করে বস্তার ভিতর ভরে ফেলে রেখে যায়। ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত আছে। হত্যার সাথে জড়িতদের শনাক্তের জোর প্রচেষ্টা অব্যাহত আছে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।