মোঃ রায়হান মাহামুদ, স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের কালীগঞ্জে সাব রেজিস্ট্রি অফিস দলিল লেখক ও ভেন্ডার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহন শেষে বিকালে ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার।
সভাপতি পদে মোঃ আশরাফুল ইসলাম কাজল ৩৬ ভোট, সহ-সভাপতি দুজন প্রার্থী সমান ভোট পাওয়ায় পরবর্তীতে সিদ্ধান্ত, সাধারণ সম্পাদক পদে ছাব্বির আহামদ সামাউন ৫৬ ভোট সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মাহাবুব আলম ৫৭ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মজিবুর রহমান ৬৯ কোষাধক্ষ্য পদে মোঃ আবু তাহের ৫৭ ভোট, দপ্তর সম্পাদক পদে মোঃ সাইফুল শেখ ৫৬ ভোট, প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ তরিকুল ইসলাম সদস্য পদে মোঃ মুনসুর আলম শেখ ৬৮ ভোট মোঃ সাখাওয়াত সাহিন ৬০ ভোট মোঃ হাবিব রানা ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ০৯ টি পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেছেন। ১০০ ভোটের মধ্যে ৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে নির্বাচন অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ হওয়ায় প্রার্থীরা ও ভোটাররা নির্বাচন কমিশনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
কালীগঞ্জ সাব-রেজিষ্ট্রার ও নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ারুল হক বাচ্চু এবং সহকারী নির্বাচন কমিশনার আশরাফুল আলম আল আমিন বলেন, সকলের সহযোগীতায় এই নির্বাচন সফল হয়েছে। আশা করি নতুন কমিটি সমিতির কার্যক্রমকে আরো গতিশিল করবে।