বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্হাপনা কমিটির নির্বাচন সোমবার সম্পন্ন হয়েছে ৷ সকাল ১০ থেকে কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ হল রুমে সাধারণ সভা অনুষ্ঠিত হয় ৷ এরপর দুপুর ১২ থেকে ব্যবস্হাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৷
নির্বাচনে উপজেলা বিভিন্ন এলাকার সমবায় সমিতি লিঃ এর ১৪০ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন ৷ নির্বাচনে মোট ভোটার ছিল ১৪৪ জন, এর মধ্য থেকে ৪ জন ভোটার অনুপস্থিত ছিল ৷ নির্বাচনে ৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এর মধ্যে আনারস প্রতীকে মোঃ আকতার হোসেন ৭৪ ভোট পেয়ে বিজয়ী হয় ৷ তার নিকটতম প্রার্থী মোঃ আবদুস সামাদ ছাতা প্রতীকে পেয়েছেন ৬১ ভোট ৷ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন ৷ এর মধ্যে মোঃ কাজী কামাল হোসেন মোমবাতি প্রতীকে ৭৫ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয় ৷
তার নিকটতম প্রার্থী সোহাগ আহাম্মদ গোলাপ ফুল প্রতীকে ৪০ ভোট পায় ৷ নির্বাচন কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিন ভূইয়া, সদস্য নির্বাচন পরিচালনা কমিটি মোঃ মাইনুদ্দিন হাসান, সদস্য মোঃ আনিছুর রউফসহ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম সহ উপজেলা পল্লী উন্নয়ন অফিসের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন নির্বাচনে আইন শৃঙ্খলা দায়িত্বে ছিলেন থানার এস আই আবু হাচনাত এর নেতৃত্বে পুলিশের একটি টিম৷