উজ্জ্বল কুমার দাস, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি:
আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হতে দলের মনোনয়ন ফরম জমা দিয়েছে বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।
আওয়ামী লীগের প্রার্থী হতে বাগেরহাট -২ (বাগেরহাট সদর- কচুয়া) সংসদীয় আসনে শেখ সারহান নাসের তন্ময় এর পক্ষে মনোনয়ন ফরম জমা দেয়া হয়েছে।
শেখ তন্ময় এর পক্ষে তার নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীরা (মঙ্গলবার) বেলা ২ টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ বড়ুয়ার কাছে মনোনয়ন ফরম জমা দেন।
এসময় বাগেরহাট ২ আসনে নির্বাচনী এলাকার পক্ষে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ হেমায়েত উদ্দিন ভুঁইয়া সহ বাগেরহাট জেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ সহ বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ বশির উদ্দিন, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, কচুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার কামরুল হাসান কচি প্রমূখ।
এর আগে শনিবার সকালে মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার থেকে দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বৈঠকে বসবে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড।