উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়ায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২৫-৩০ নভেম্বর ২০২৩ এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
“নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার,স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে ২১ নভেম্বর মঙ্গলবার সকালে সদর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডাঃ মাসুদ আল ইমরান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, রাড়িপাড়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিয়া খাতুন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা প্রমুখ।