প্রেস বিজ্ঞপ্তি
মহামান্য হাইকোর্টকে কটুক্তি আদালত অবমাননা ও মহামান্য উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান এবং বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা – মোঃ হাবিবুর রহমান হাবিব’কে রাজধানীর পল্লবি থানাধীন মিরপুর ডিওএইচএস এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-২।
বাংলাদেশ আমার অহংর্কার এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরাল ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায়, মহামান্য হাইকোর্টকে কটুক্তি, আদালত অবমাননা ও মহামান্য উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা – মোঃ হাবিবুর রহমান হাবিব (৬৯), পিতা- মৃত হামিদুল হক মন্ডল, থানা-ইশ্বরদী, জেলা- পাবনা’কে ডিএমপি ঢাকার পল্লবি থানাধীন মিরপুর ডিওএইচএস হতে অদ্য ২১ নভেম্বর ২০২৩ইং তারিখ রাত ০০.৩০ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাব-২।
মহামান্য হাইকোর্ট এবং মহামান্য হাইকোর্টের বিচারপতিকে নিয়ে ‘অবমাননাকর বক্তব্যের’ প্রেক্ষাপটে গত ১৫ অক্টোবর ২০২৩ইং তারিখ হাইকোর্টের একই বেঞ্চ হাবিবুর রহমানের প্রতি আদালত অবমাননার রুল জারি করেন। ব্যাখ্যা জানাতে তাঁকে ৬ নভেম্বর ২০২৩ইং তারিখ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। উক্ত ধার্য তারিখে তিনি বা তাঁর পক্ষে কোনো প্রতিনিধি আদালতে হাজির হননি। এ অবস্থায় সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে হাবিবুর রহমানের অবস্থান জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেন মহামান্য হাইকোর্ট।
এর আগে বিচারপতি সম্পর্কে হাবিবের দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ও ফেসবুকে ছড়িয়ে পড়ে। উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান ওরফে হাবিবকে খুঁজে বের করে অবিলম্বে বিজ্ঞ আদালতে হাজির করতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মহোদয়কে নির্দেশ দেন মহামান্য হাইকোর্ট। এছাড়াও গত কয়েকদিন ধরে চলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধ ও হরতালের নামে গ্রেফতারকৃত মোঃ হাবিবুর রহমান হাবিব এর নেতৃত্ব ও পরিকল্পনায় দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা ও নাশকতার ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা যায়।
আসামি মোঃ হাবিবুর রহমান হাবিব এর নেতৃত্বে তার সহযোগী সন্ত্রাসীরা মিলে দেশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটায় এবং দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীদের জখম করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়।
সামাজিক মাধ্যমে মহামান্য হাইকোর্টকে কটুক্তি, আদালত অবমাননা ও মহামান্য উচ্চ আদালতের নির্দেশনা সত্ত্বেও হাজির না হওয়া এবং সমসাময়িক নাশকতাকারীদের সমন্বয়কারী বিএনপি নেতা, অর্থের যোগানদাতা, ত্রাস সৃষ্টিকারী ও সরকার বিরোধী চলামান হরতাল, অবরোধের সক্রিয় নেতা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্যের প্ররোচনাকারী ও ভাটারা থানার ৬(১)১৫ নং নাশকতা মামলায় ০৪(চার) বছরের সশ্রম কারাদন্ড ও ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা সাজাপ্রাপ্ত আসামি আত্মগোপনে থাকাবস্থায় ডিএমপি ঢাকার পল্লবি থানাধীন মিরপুর ডিওএইচএস হতে র্যাব-২ কর্তৃক গ্রেফতার হয়।
উল্লেখ্য, মোঃ হাবিবুর রহমান হাবিব বিরুদ্ধে পূর্বে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ০৫টির অধিক মামলা রয়েছে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। শিহাব করিম সিনিঃ এএসপি সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া) পক্ষে অধিনায়ক ০১৭৭৭-৭১০২০৩