মোঃ সনজব আলী হবিগঞ্জ সংবাদদাতা।
হবিগঞ্জের বানিয়াচং পাতারিয়ায় টমটম স্ট্যান্ড নিয়ে কয়েক গ্রামবাসীর সংঘর্ষ। হবিগঞ্জের বানিয়াচংয়ে ব্যাটারী চালিত অটোরিক্সা (টমটম) স্ট্যান্ড দখল নিয়ে কয়েকটি গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে।
এতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনা বেগতিক দেখে বেশ কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আজ সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার আলম বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মক্রমপুর ইউনিয়নের আলম বাজার এলাকায় ব্যাটারী চালিত অটোরিক্সা (টমটম) স্ট্যান্ড দখল নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এই স্ট্যান্ডকে কেন্দ্র করে সোমবার বিকালে হিয়ালা, পাতারিয়া ও মক্রমপুর গ্রামবাসীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়।
এ সময় মকরমপুর ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া এবং প্রভাবশালী নুর মিয়ার লোকজন একে অপরের উপর দেশীয় অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে টেটাঁবিদ্ধসহ প্রায় ২০ জন আহত হন। টেঁটাবিদ্ধ অবস্থায় ৪ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সুজাতপুর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) নুরুল আমীন জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণ আনতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুণরায় অপ্রিতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।