আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি:
গণজাগরণের শিল্প আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী ১২০ টি যাত্রাপালা নিয়ে ‘গণজাগরণের যাত্রা উৎসব ২০২৩’ অনুষ্ঠিত হচ্ছে। উক্ত কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলায় জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ১৯ নভেম্বর রবিবার রাতে ৮ টায় মণিরামপুর উপজেলা শহীদ মশিউর রহমান জেলা পরিষদ অডিটোরিয়ামে যাত্রাপালা মঞ্চস্থ অনুষ্ঠিত হয়।
যাত্রাপালার পরিচালক মোশাররফ হোসেন এর পরিচালনায় সহকারী কমিশনার ভূমি আলী হাসান এর সভাপতিত্বে গনজাগরণের যাত্রাপালা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম লুৎফর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম টিপু সুলতান, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। মণিরামপুর শহীদ মশিউর রহমান জেলা পরিষদ অডিটোরিয়ামে গণজাগরণের যাত্রা উৎসবটি উপজেলার বিভিন্ন স্তরের মানুষ উপভোগ করেন।