প্রেস বিজ্ঞপ্তি
রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ, ভাংচুর ও নাশকতার মূলহোতা এবং ০৮টি মামলার পলাতক আসামি আদাবর থানার যুবদলের যুগ্ম আহব্বায়ক মোঃ রাকিব শেখ’কে কেরানীগঞ্জ এবং ০৪ জন নাশকতাকারীকে ঢাকা হতে গ্রেফতার করেছে র্যাব-২।
বাংলাদেশ আমার অহংর্কার এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরাল ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলসমূহের বিভিন্ন কর্মসূচীকে কেন্দ্র করে কতিপয় দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালায়। বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধের নামে গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন ও সরকারি বিভিন্ন যানবাহনে ভাংচুর- অগ্নিসংযোগ করে সাধারণ জনগনের যান-মালের ক্ষতি সাধন করে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায়, গতকাল র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা এবং র্যাব-২ এর আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় ১) মোঃ রাকিব শেখ (২৬), পিতা- শাহাজাহান শেখ, থানা- বানারীপাড়া, জেলা- বরিশালকে গতকাল ১৯ নভেম্বর ২০২৩ইং তারিখ আনুমানিক ১৬.৩০ ঘটিকায় কেরানীগঞ্জ হতে ২) মোঃ মাসুম (৩২), পিতা- মোঃ আবুল কালাম আজাদ, থানা- বোরহানউদ্দিন, জেলা- ভোলাকে গতকাল ১৯ নভেম্বর ২০২৩ইং তারিখ আনুমানিক ১৭.৫৫ ঘটিকায় মোহাম্মদপুর হতে, ৩) মোঃ আলমগীর (৩৮), পিতা- মৃত আব্দুল রব, থানা- শখিপুর, জেলা- শরিয়তপুরকে গতকাল ১৯ নভেম্বর ২০২৩ইং তারিখ আনুমানিক ১৮.২০ ঘটিকায় মোহাম্মদপুর হতে, ৪) মোঃ রাসেল (৩৮), পিতা-মোঃ ইউসুফ, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলাকে গতকাল ১৯ নভেম্বর ২০২৩ইং তারিখ আনুমানিক ১৭.৩০ ঘটিকায় মোহাম্মদপুর হতে ও ৫) মোঃ জাহাঙ্গীর আলম (৫৫), পিতা-মৃত খুরশিদ আলম, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলাকে গতকাল ১৯ নভেম্বর ২০২৩ইং তারিখ আনুমানিক ১৪.০৫ ঘটিকায় কেরানীগঞ্জ হতে গ্রেফতার করা হয়।
গত কয়েকদিন ধরে চলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধ ও হরতালের নামে গ্রেফতারকৃত মোঃ রাকিব শেখ এর নেতৃত্বে ও পরিকল্পনায় মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সহিংসতা ও নাশকতার ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা যায়। আসামি মোঃ রাকিব শেখ এর নেতৃত্বে তার সহযোগী সন্ত্রাসীরা মিলে মোহাম্মদপুর থানা এলাকায় সড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটায় এবং দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইন- শৃঙ্খলা বাহিনীদের জখম করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়।
এছাড়াও মোঃ রাকিব শেখের বিরুদ্ধে পূর্বে রাজধানীর বিভিন্ন থানায় ০৮টির অধিক মামলা রয়েছে বলে জানা যায়। গ্রেফতারকৃত মোঃ রাকিব শেখ ও অনুসারীদের এ সকল নাশকতা ও সহিংসতার খবর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে সে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় এবং সর্বশেষ কেরানীগঞ্জ জেলায় আত্মগোপন করে। পরবর্তীতে আত্মগোপনে থাকাবস্থায় ঢাকা মাওয়া হাইওয়ে আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড থেকে র্যাব-২ কর্তৃক গ্রেফতার হয়।
গ্রেফতারকৃত মোঃ মাসুম ও মোঃ আলমগীর বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধ ও হরতালের নামে ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় সহিংসতা ও নাশকতার ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা যায়। মোঃ মাসুম ও মোঃ আলমগীর এর নেতৃত্বে তার সহযোগী সন্ত্রাসীরা মিলে ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় সড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটায় এবং দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীদের জখম করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত মোঃ রাসেল ও মোঃ জাহাঙ্গীর আলম বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধ ও হরতালের নামে আদাবর ও মোহাম্মদপুর এলাকায় সহিংসতা ও নাশকতার ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা যায়। মোঃ রাসেল ও মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে তার সহযোগী সন্ত্রাসীরা মিলে আদাবর ও মোহাম্মদপুর এলাকায় সড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটায় এবং দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীদের জখম করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। শিহাব করিম সিনিঃ এএসপি সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া) পক্ষে অধিনায়ক ০১৭৭৭-৭১০২০৩