দেলোয়ার হোসেন সরকার, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:
সারা দেশের মতো রবিবার (১৯ নভেম্বর) নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে নতুন কারিকুলামে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক মুল্যায়ন।
আজ প্রথমদিনে ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয় এবং সপ্তম শ্রেণির বাংলা বিষয়ে বার্ষিক মূল্যায়ন চলমান। সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুখলেছুর রহমান বাঙ্গালী বলেন নতুন কারিকুলাম যুগোপযোগী শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীরা বাস্তবমুখী শিক্ষা গ্রহন করতে পারছে। বাংলাদেশ সরকারের নিসন্দেহে ভালো একটা উদ্যোগ। সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাবিনা আশরাফী অদ্রি বলে নতুন কারিকুলামে আমরাই প্রথম মূল্যায়ন অংশ গ্রহণ করছি। এই কারিকুলাম বাস্তবমুখী যা আমাদের মেধা বিকশিত হবে।