কাওসার আলী, টাঙ্গাইল প্রতিনিধি :
আব্দুল লতিফ তালুকদার, পেশায় একজন স্কুলশিক্ষক। তিনি স্থানীয় বাজারে প্রতিদিন কাঁচা বাজার করে থাকেন। বাজারে এসে অন্যান্য শাক-সবজি কেনার পাশাপাশি নিয়মিত আলুও ক্রয় করেন। শনিবার এক দোকানির কাছে নতুন আলুর দাম জানতেই ব্যবসায়ী বলে উঠলেন নতুন আলুর কেজি ২০০ টাকা!
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী কাঁচা বাজার ঘুরে আলু বাঁজারে আকাশ ছোঁয়া এমন দামে ক্রেতাদের হতাশের বিষয়টি লক্ষ্যে করা যায়।
লতিফ তালুকদার জানান, শীতের সবজি বাজারে সয়লাব হলেও নতুন আলুর দাম হাতের নাগালের বাইরে। কেজি ২০০ টাকা চাচ্ছে’।
তিনি আরও জানান, শুধু আলুর দামই বেশি নয়, শীতের সবজি বাজারে সয়লাব হলেও স্বাভাবিকের তুলনায় অন্যান্য শাক-সবজির দাম বেশ চড়া। আমাদের আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি হওয়ায় হতাশায় ভুগছি। যেখানে ১ কেজি ব্রয়লার মুরগির দাম ১৬০-১৭০ টাকা সেখানে ১ কেজি আলু বিক্রি হচ্ছে ২০০ টাকা।
গোবিন্দাসী কাঁচা বাজারের সবজি ব্যবসায়ী সুরমান আলীসহ অনেকে বলেন, শনিবার প্রথমবারের মতো গোবিন্দাসী বাজারে নতুন আলু এসেছে। এটি আগাম জাতের আলু। মোকাম থেকে আমরা বেশি দামে কিনেছি। এছাড়া অবরোধের কারণে পরিবহন খরচও বেশি। যার ফলে বেশি দরে বিক্রি করতে হচ্ছে।
এদিকে, বাজার মনিটরিংয়ের বিষয়ে জানতে চাইলে ভ‚ঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসনে বলেন, উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে মুদি ও সবজি ব্যবসায়ীদের দোকানগুলোতে মূল্য তালিকা সাঁটানোর জন্য নির্দেশনা দেওয়া আছে। এছাড়া আমাদের নিয়মিত মনিটরিং চলমান।