মোঃ মোহসীন রাসেল মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জে ‘মিধিলি ঘূর্ণি ঝড়ের কবলে পড়ে অনেক ঘর-বাড়ি এবং দোকানপাট বিধ্বস্ত হয়েছে। খোলা আকাশের নিচে বসবাস করছে অনেক পরিবার।
শুক্রবার (১৭ নভেম্বর) ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে দিনভর টানা তুমুল বৃষ্টি ও ঝড়ো বাতাসে লন্ডভন্ড করে দিয়ে গেছে উপজেলার বেশ কয়েকটি গ্রাম। ঝড়ে মেহেন্দিগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে প্রায় ৩ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বন্ধ রয়েছে বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ।
সরেজমিনে ১০ নং আলীমাবাদ ইউনিয়নের একাধিক ওয়ার্ডে গিয়ে জানা যায়, মিধিলি’র প্রভাবে গাছ পড়ে বেশ কয়েকটি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ৯ নং ওয়ার্ডে জাকির সরদার ও মোজাম্মেল সরদারের বসতঘরে গাছ পড়ে বিধ্বস্ত হয়েছে, ৪নং ওয়ার্ডে ফাতেমা বেগম এর ঘরের চালা উড়িয়ে নিয়ে যায়, মাসকাজি বাজারের সাইফুল আকন এর কসমেটিকস’র দোকানের উপর বিদ্যুৎ এর খুটি ভেঙে পড়ে দোকানঘর বিধ্বস্ত হয়েছে। ৪নং ওয়ার্ড খেজুরতলী বাজার বাছেদ বেপারী দোকান গাছ পরে বেঙ্গে গেছে,৫ নং ওয়ার্ডের আব্দুল হাই রাঢ়ীর বসত ঘরের উপর গাছ পড়ে বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎের খুটি ভেঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ রয়েছে।
আলীমাবাদ ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন বাপ্পি বলেন, মিধিলি’র প্রভাবে তার ইউনিয়নে শতাধিক বসত ঘর বিধ্বস্ত হয়েছে, একাধিক দোকানঘর বিধ্বস্ত হয়েছে, শত শত একর সবজি, আমন ধানের ফসল বিনষ্ট হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, বন্যায় উপজেলার প্রায় ৫ হাজার একর জমির আমন ধান, কলাই, মসরি, শাকসবজির ফলন বিনষ্ট হয়েছে।
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম বলেছেন, ঝড়ো বাতাসে গাছ পড়ে ঘরবাড়ি ভাংচুরের বিষয়টি শুনেছি। স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান বিষয়টি খোঁজ খবর নিচ্ছে। তবে কোন প্রকার মৃত্যুর খবর পাওয়া যায়নি!