মোঃ মাহাবুল্লাহ হাসান প্রতিনিধি রাজশাহী
প্রায় দুই বছর স্কুল বন্ধের পর আজ ১৫ মার্চ ২০২২ ইং তারিখ নতুনভাবে মুখরিত হয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সেই সাথে মুখরিত হয়েছে শিক্ষাঙ্গনের সাথে যুক্ত প্রাণপ্রিয় শিক্ষার্থী। আজ ১৫ মার্চ ২০২২ ইং তারিখ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান করোনা ভাইরাস এর জন্য বন্ধ করে দেওয়া হয়, তারপর দফায় দফায় ছুটি দিয়ে বাড়িয়ে বন্ধ রাখা হয় পাঠদান কার্যক্রম। মাঝে মাঝে এসাইনমেন্ট এর মাধ্যমে চালিয়ে যাওয়া হয় শিক্ষার্থীদের লেখাপড়া। কিন্তু আজ ভরে উঠেছে দেশের সকল বিদ্যাভবন। চিরচেনা এক নতুন পরিবেশে জন্য অধীর আগ্রহে ছিল এক নতুন পথে। কিন্তু সব অবসান ঘটিয়ে আবারও পুরোদমে চালু হলো বিদ্যাপীঠে বিদ্যা দান, যার অধীর আগ্রহে ছিলেন অভিভাবকগণ।