মোঃ রনি মল্লিক বরগুনা জেলা প্রতিনিধিঃ
“ডিজিটাল আর্থিক ব্যবস্থায়”প্রতিবাদ্য নিয়ে বরগুনার তালতলী উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২ পালিত হয়েছে।
আজ বুধবার (১৫ মার্চ) তালতলী উপজেলা পরিষদ থেকে আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবসের র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওসার হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় তালতলীতে কোথাও যদি অতিরিক্ত দরে পণ্য বিক্রি হয় তাহলে সংবাদদাতাকে ভ্রাম্যমান আদালতের জরিমানাকৃত ২৫% টাকা পুরস্কার স্বরুপ প্রদান করার ঘোষণা করেন নির্বাহী কর্মকর্তা।
এছাড়াও সভায় তালতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিয়া মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তাক) তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন তপু, তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র রায়, তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ হারুন আর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।