ফেনী জেলা প্রতিনিধি :জাহিদ হাসান চৌধুরী
ফেনীতে মশার বিস্তারে নাগরিক দুর্ভোগ নিরসনে ১৮টি ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালু করা হয়েছে। গত রোববার বিকেলে পৌরসভা প্রাঙ্গণ ও ফেনী কলেজ ক্যাম্পাসে ফগার মেশিন দিয়ে স্প্রে ছিটিয়ে আনুষ্ঠানিকভাবে মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন পৌর সভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
এসময় পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা কৃষ্ণপদ সাহা ও ফেনী চেম্বার অব কমার্সের পরিচালক রাশেদুল হক হাজারী ও ফেনী সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিব, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদ আকবর অভিসহ পৌরসভার কর্মকর্তা ও পরিচ্ছন্নকর্মীরা উপস্থিত ছিলেন।
পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা কৃষ্ণপদ সাহা বলেন, মশক নিধনে সুপারভাইজারদের মাধ্যমে ৬টি ফগার মেশিন দিয়ে ঔষধ ছিটানো হবে। এ কর্মসূচীতে প্রতিদিন ৩০ লিটার মশক নিধন ঔষধ, ৬০ লিটার ডিজেল ও ২০ লিটার অকটেন ব্যবহার করা হবে।
মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বাংলার আলো নিউজকে জানান, এ কার্যক্রম পৌরসভার ১৮টি ওয়ার্ডে ১৮ দিন ব্যাপী ধারাবাহিকভাবে চলমান থাকবে। এর মাধ্যমে পৌরবাসী মশা থেকে স্বস্তি পাবে।