মোঃ রায়হান মাহামুদ, স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ত্রি-বার্ষিক সম্মেলনের শুরুতে জাতীয় এবং মহিলা লীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়। ১৪ ই মার্চ সোমবার বিকেলে কালীগঞ্জ উপজেলা চত্বর শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে উপজেলা মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করেন উপজেলা মহিলা আওয়াী লীগ। ত্রি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি জুয়েনা আহাম্মেদ এবং মাহফুজা পারবিন সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো মহিলা লীগের সম্মেলন।
উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজা চুমকি এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হালিমা আক্তার পলি সাধারণ সম্পাদক গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগ, এডভোকেট রিনা পারভিন সভাপতি গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগ, রেবেকা সুলতানা সদস্য কেন্দ্রীয় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, মালিহা জাহান মালা কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, নীলিমা আক্তার লিলি প্রচার সম্পাদক কেন্দ্রীয় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, শেখ আনার কলি পুতুল যুগ্মসাধারণ সম্পাদক বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, দিলরুবা জাহান শেলী সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ।
ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাফিয়া খাতুন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আব্দুল মতিন সরকার সভাপতি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, আবুবকর চৌধুরী সাধারণ সম্পাদক কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, এডভোকেট আশরাফী মেহেদী হাসান যুগ্মসাধারণ সম্পাদক গাজীপুর জেলা আওয়ামী লীগ, রফিকুল ইসলাম সিজু সভাপতি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কালীগঞ্জ উপজেলা, শরীফ হোসেন কনক অর্থ বিষয়ক সম্পাদক কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, বাবু পরিমল চন্দ্র ঘোষ সহ-সভাপতি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, দেলোয়ার হোসেন দুলাল যুগ্মসাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, এস এম রবিন হোসেন মেয়র কালীগঞ্জ পৌরসভা ও সভাপতি কালীগঞ্জ পৌর আওয়ামী লীগ, মোঃ কামরুল ইসলাম সাধারণ সম্পাদক কালিগঞ্জ পৌর আওয়ামী লীগ, মাইনুল ইসলাম তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, মোঃ মোফাজ্জল হোসেন সভাপতি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কালিগঞ্জ পৌরসভা,মোঃ আশরাফুজ্জামান আশরাফ সাধারণ সম্পাদক কালীগঞ্জ পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ,মোঃ বাদল হোসেন ভূঁইয়া সভাপতি কালীগঞ্জ পৌর আওয়ামী যুবলীগ, রেজাউর রহমান খোকন সাধারণ সম্পাদক কালিগঞ্জ পৌর আওয়ামী যুবলীগ কালিগঞ্জ পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা আনোয়ার প্রমুখ। উক্ত সম্মেলনে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দে উপস্থিত ছিলেন ।