দেলোয়ার হোসেন সোহেল
আগামী ৬ নভেম্বর রাজশাহী তানোর উপজেলার তালন্দ ইউপি আ”লীগ সহ অঙ্গ যোগী সংগঠনের বর্ধিত সভা ঘিরে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
চলতি মাসের ৪ নভেম্বর শনিবার বিকালে তালন্দ ইউপি চত্বরে ইউপি আ”লীগের সভাপতি ও ইউপি সদস্য আব্দুল করিমের সভাপতিত্ব ও সঞ্চলনায় ছিলেন ইউপি আ”লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবুল হাসান। প্রস্তুতি সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিব সরকার।
প্রধান বক্তা ছিলেন, তানোর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; তানোর উপজেলা আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, আবুবাক্কার, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক, প্রভাষক, মুনসেফ আলী।
তালন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি পরিষদ চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু। ইউপি যুবলীগের সভাপতি মোখলেসুর রহমান। সম্পাদক মইফুল ইসলামসহ ইউপি আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।