ডেক্স নিউজঃ
বাংলাদেশের যশোর জেলার মনিরামপুর উপজেলায় হিন্দুদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদে দিল্লিতে মানববন্ধন হয়েছে।
আজ (৩০ অক্টোবর) দুপুরে হিন্দু ইউনিটি অফ সাউথ এশিয়ার ব্যানারে দিল্লি শহরের সম্রাট মাহীর ভোজ গুজার চক পোটলায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টা ব্যাপী এই মানববন্ধনে বক্তারা প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও তার ছেলে শুভ ভট্টাচার্যর বিরুদ্ধে হিন্দুদের হত্যা করে দেশ ছাড়া করা, টাকা ভাগাভাগি নিয়ে হিন্দু যুব নেতা হত্যাসহ সরকারি জমি নিজের নামে লিখে নেওয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তারা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির নিকট স্বপনকে মনোনয়ন না দেওয়ার অনুরোধ জানান।