ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-
ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক উপজেলার নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ প্রতিষ্ঠান সমুহের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ১২ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অনুদানের চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম পিন্টু, সহকারী কমিশনার ভূমি সুমাইয়া আক্তার, বিআরপিবি ভালুকার চেয়ারম্যান মোস্তফা কামাল প্রমূখ। এসময় মোট ২৬ টি সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিকরণ করা হয়।