প্রেস বিজ্ঞপ্তি
ঢাকা জেলাধীন রূপনগর থানা এলাকায় চাঞ্চল্যকর ০৭ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি ইব্রাহিম মোল্লা (৪৬)’কে ঘটনার ০৪ দিনের মধ্যে সাভার থানাধীন বিরুলিয়া এলাকা হতে র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় গ্রেফতার করেছে র্যাব-০২।
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
ঢাকা জেলার রূপনগর থানা এলাকায় চঞ্চল্যকর ০৭ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি ইব্রাহিম মোল্লা (৪৬), পিতা-আজিজ ফরাজী, থানা-পটুয়াখালী সদর, জেলা- পটুয়াখালী’কে গতকাল ১১ অক্টোবর ২০২৩ইং তারিখ রাত ০১.৩০ ঘটিকায় ঢাকা জেলার সাভার থানাধীন বিরুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার ০৪ দিনের মধ্যে র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় গ্রেফতার করেছে র্যাব-০২।
গত ০৬/১০/২০২৩ইং তারিখ ভিকটিম ০৭ বছরের কন্যা শিশু বৃষ্টিতে ভিজতে ঘর থেকে রাস্তায় বাহির হলে গ্রেফতারকৃত আসামি ইব্রাহিম মোল্লা ভিকটিমকে একা পেয়ে খেলনা ও খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার হাতে ২০/-টাকার একটি নোট দিয়ে আসামির বাসায় নিয়ে যায়। আসামি ভিকটিমকে রুমের ভিতরে নিয়ে গিয়ে রুমের ভিতর থেকে দরজা আটকিয়ে দিলে বাসার অন্য ভাড়াটিয়ারা বিষয়টি দেখে ফেলে। বাসার ভাড়াটিয়ারা সাথে সাথে বিষয়টি ভিকটিমের মাকে জানায় এবং ভিকটিমের মা আসামির রুমের সামনে এসে রুমের দরজা ভিতর থেকে আটকানো দেখতে পেয়ে দরজা খোলার জন্য ধাক্কাধাক্কি করে।
কিন্তু আসামি দরজা না খোলায় ধাক্কাধাক্কির একপর্যায়ে দরজা খুলে গেলে ভিকটিমের মা ভিকটিমকে বিবস্ত্র এবং রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। তখন ভিকটিম চিৎকার করে কান্না করছিল। ভিকটিমের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং আসামি সুযোগ বুঝে কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ঢাকা জেলার রূপনগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-৬/১৭২, ধারা-৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩)। পরবর্তীতে চাঞ্চল্যকর এ ঘটনাটি বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র্যাব চাঞ্চল্যকর এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায়, গতকাল ১১ অক্টোবর ২০২৩ইং তারিখ রাত ০১.৩০ ঘটিকায় ঢাকা জেলার সাভার থানাধীন বিরুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার ০৪ দিনের মধ্যে র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-০২ আসামিকে গ্রেফতার করে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। শিহাব করিম সিনিঃ এএসপি সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া) পক্ষে অধিনায়ক মোবাঃ ০১৭৭৭-৭১০২০৩