মোঃ রেজাউল করিম, রাজশাহী বিভাগীয় প্রধানঃ
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু দু’টি হত্যা মামলায় জামিন পেয়েছেন।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে নাটোর সিনিয়র দায়রা জজ আদালতে বিএনপির নেতা দুলু আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক শরীফ উদ্দীন জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, নাটোর শহরের তেবাড়িয়া এলাকার রাকিব ও রায়হান হত্যা মামলা এবং আলাইপুরের যুবলীগ নেতা পলাশ হত্যা মামলায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগপত্রভুক্ত আসামি। তিনি ওই দুই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। গত ২৬ সেপ্টেম্বর ওই দু’টি মামলার শুনানির তারিখ ছিল। সেইদিন তিনি আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। পরে আজ দুপুরে রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করেন। আদালতের বিচারক জামিন আবেদন মঞ্জুর করেন।
দুলুর আইনজীবী সৈয়দ মোজাম্মেল হোসেন জানান, গত ২৬ সেপ্টেম্বর শারীরিক অসুস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। এ কারণে আদালতে হাজির হতে পারেননি। আজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের দায়িত্বপ্রাপ্ত পিপি আরিফুর রহমান বলেন, আজ দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে দুই মামলায় ৫ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। অসুস্থতার কারণে তাকে জামিন দেওয়া হয়।