মোশারফ হোসেন লিটম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জ ৫ আসনের সাংসদ মহিবুর রহমান মানিকের অক্লান্ত প্রচেষ্টায় দোয়ারাবাজারে ১৫ কিলোমিটার সড়ক সংস্কার নির্মাণ কাজ শুরু হওয়ায় আনন্দের হওয়া বইছে এলাকাবাসীর মাঝে।
সুনামগঞ্জ-দোয়ারাবাজার আজমপুর সড়ক সংস্কার ও সড়কের দু’পাশের রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান-এসোসিয়েশন অব শাহজালাল বিজনেস সিস্টেম (এ.এস.বি.এস) ৬৭/ক-সাদিপুর আবাসিক এলাকা সিলেটকে নির্মাণ কাজের নিয়োগ দেয়া হয়।
সড়ক ও জনপথ বিভাগের মাধ্যমে জানা যায়, সড়কের সংস্কার কাজের বরাদ্দ দেয়া হয় প্রায় ১৫ কোটি টাকা। সড়কের সংস্কার কাজের জন্য সাইটে বালু-পাথর আনা হলে এলাকার অনেক লোকজন সাইটে গিয়ে দ্রুত মেরামতের জন্য তাদেরকে সহযোগিতা করছেন।
সড়ক সংস্কার কাজের খবর পেয়ে সোমবার বেলা সাড়ে ১০ টায় মান্নারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. ইজ্জত আলী তালুকদার সহ স্থানীয় নেতৃবৃন্দরা ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্রাহ্মণগাঁও এলাকায় রাখা বালু-পাথর পরিদর্শন করেছেন।
এসময় স্থানীয় আমবাড়ি বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, দীর্ঘদিন পর আমাদের মাননীয় সাংসদ মহিবুর রহমান মানিক ভাইয়ের অক্লান্ত প্রচেষ্টায় ১৫ কিলোমিটার সড়ক সংস্কার নির্মাণ কাজ শুরু হবে। তাই উনাকে দোয়ারাবাজারবাসীর পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা জানাই।
তালেব পয়েন্টর ব্যবসায়ি আবুল কালাম জানান, সুনামগঞ্জ ৪ আসনের সাংসদ এডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ ভাই এবং সুনামগঞ্জ ৫ আসনের সাংসদ মহিবুর রহমান মানিক ভাইয়ের অক্লান্ত প্রচেষ্টায় সুনামগঞ্জের ষোলঘর পয়েন্ট হতে আজমপুর দোয়ারাবাজার পর্যন্ত সড়ক সংস্কার কাজ শুরু হওয়ায় মাননীয় সাংসদের প্রতিকৃজ্ঞতা জানাই। বন্যায় সড়কের কিছু কিছু স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ষোলঘর পয়েন্টের ভাঙ্গায় প্রতিনিয়ত দূর্ঘটনার মত ঘটনা ঘটছে। সড়ক সংস্কার কাজ সমপন্ন হলে দূর্ঘটনা কমে যাবে এবং ছাতক-দোয়ারা যেতে সময়ও কম লাগবে।
কাঠাকালি গ্রামের শিক্ষক সাঞ্জু মিয়া জানান, উন্নয়নের রুপকার সাংসদ মহিবুর রহমান মানিক ভাইয়ের প্রচেষ্টায় অবহেলিত দোয়ারাবাজারের উন্নয়ন কর্মকান্ড বিদ্যুৎতের মত করে এগিয়ে চলছে। সড়ক সংস্কার কাজের মালামাল সাইটে রাখা হয়েছে। এসব মালামাল দিয়ে নির্মাণ কাজ সমপন্ন করলে আশা করি টেকসই হবে।
আজমপুর গ্রামের কৃষক আব্দুর রহমান জানান, সড়ক সংস্কার কাজের মালামাল দেখেছি রাস্তার পাশেই রাখা হয়েছে। এই সড়ক দিয়ে আমরা সার্বক্ষণিক চলাচল করি। শুনেছি সাংসদ মহিবুর রহমান মানিক ভাই ১৫ কিলোমিটার রাস্তার টেন্ডার করিয়েছেন নির্মাণ কাজ শুরু হবে।
মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইজ্জত আলী তালুকদার বললেন, আমাদের ৫ আসনের গর্ব সাংসদ মুহিবুর রহমান মানিক ভাইয়ের অক্লান্ত প্রচেষ্টায় যে ১৫ কিলোমিটার সড়ক সংস্কার নির্মাণ কাজ শুরু হবে। সরকারি শিডিউল মোতাবেক ১ নম্বর মালামাল দিয়ে কাজ করতে হবে। সড়ক সংস্কার কাজে কোন ধরনের নিম্নমানের মালামাল ব্যবহার করা হলে ঠিকাদারী প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না বলে তিনি পরিস্কার জানিয়ে দেন।
এসোসিয়েশন অব শাহজালাল বিজনেস সিস্টেম ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইড ম্যানেজার আব্দুস শহীদ বললেন, সুনামগঞ্জে আমাদের অনেকগুলি কাজ চলমান রয়েছে। কর্তৃপক্ষের দেওয়া স্ট্রীমিট অনুযায়ী আমরা কাজ করব। কাজ করার পাশাপাশি আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামানিক বলেন, সুনামগঞ্জ-ছাতক সড়ক সংস্কার কাজ শুরু হয়ে যাবে। আমি ঠিকাদারী প্রতিষ্ঠানকে বলে দিয়েছি নির্মাণ কাজে কোন ধরনের নিন্মমানের মালামাল ব্যবহার করা যাবে না। উন্নতমানের নির্মাণ সামগ্রী দিয়ে কার্পেটিং করা হয়।