কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠত হয়। বুধবার বিকালে উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে কাউখালী সদর ইউনিয়নের কচুয়াকাঠি আশ্রায়ন প্রকল্পের চত্বরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন। এছাড়া আরও বক্তব্য রাখেন, কাউখালী এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম গিয়াস উদ্দিন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, সমাজ সেবক আঃ লতিফ খসরু, মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমদ্দার, সাধারণ সম্পাদক শাহীদা হক প্রমুখ।
এসময় বক্তরা বলেন, মেয়েদের ১৮ বছর ও ছেলেদের ২১ বছরের আগে বিবাহ দেয়া যাবেনা। বাল্যবিবাহের বিষয়ে আমরা সকলে সচেতন থাকবো। কোথাও কোন বাল্যবিবাহের ঘটনা ঘটলে প্রশাসনকে অবগত করবেন।