রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বজ্রপাতে এক শিক্ষক সহ মোট ১৩ জন আহত হয়েছেন। আহত শিক্ষার্থীরা সবাই ষষ্ঠ শ্রেনীর ছাত্রী। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন ফাতিহা (১১), তহুরা (১১), তামিমা (১২), কারিমা (১১), সাবিহা (১১)। দুর্ঘটনায় অজ্ঞান হওয়ার পর সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাদের জ্ঞান ফেরেনি। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানে হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বেলা সারে ১১ টার সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বিদ্যালয়ে যথারিতি ক্লাস চলছিল। ৬ষ্ঠ শ্রেণিতে পাঠদান করছিলেন ইংরেজি শিক্ষক সুজিৎ চন্দ্র দাস। হঠাৎ বজ্রপাতে বিদ্যালয়ের শ্রেনী কক্ষে জানালা দিয়ে ধোয়া প্রবেশ করে। প্রচন্ড শব্দের কারণে ১৩ শিক্ষার্থী সহ ওই শিক্ষক আহত হন। আতঙ্কিত হয়ে ৫ ছাত্রী ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পরেন।
তারা হলেন, ফাতিহা (১১), তহুরা (১১), তামিমা (১২), কারিমা (১১), সাবিহা (১১)। জ্ঞান ফিরতে দেরি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহত অন্যান্যরা হলেন, উম্মেহানী, দিবা, নাদিরা, তনিমা, মুনিয়া, মোহনা ও নাদিয়া। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠানো হয়েছ।
আহত শিক্ষক সুজিৎ চন্দ্র দাস বলেন, হঠাৎ প্রচন্ড শব্দে সবাই আতঙ্কিত হয়ে যাই। আহতদের তৎক্ষনাৎ উদ্ধারের চেষ্টা করেছি।
মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন খান বলেন, এ রকম ঘটনা বিদ্যালয়ে এই প্রথম। আমরা আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের জন্য সর্বাত্মক চেষ্টা করছি। উন্নত চিকিৎসার জন্য আহতদের কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।