ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ি, নিজেকে গড়ি” এর বাস্তবায়ন কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।
বুধবার ১১ অক্টোবর সকালে ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদুল আহমেদ।
জাতির পিতার চেতনাকে জাগ্রত করণে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের উদ্ভাবনী উদ্যোগে এর আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন হালিমুনন্নেছা চৌধুরানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা, সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান, সহকারী শিক্ষক খলিলুর রহমান।
শিক্ষার্থীদের মাঝে বই পড়ার মাধ্যমে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সম্পর্কে জ্ঞান অর্জনের নানা নির্দেশনা দেওয়া হয়। প্রধান অতিথি বক্তব্য কালে বলেন জাতির পিতার ৭ইং মার্চের ভাষণ সকলের হৃদয়ে ধারণ করতে হবে, সে অনুযায়ী আমাদের সকলের কাজ করতে হবে। তাহলে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারবো।