উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়ায় মুন্নি আক্তার (১৫) নামে ১ কিশোরী বিষ পান করে আত্মহত্যা করেছে। ১০ (অক্টোবর) আনুমানিক সকাল ৯ টার কিছু পরে মায়ের উপর অভিমান করে সকলের অগোচরে ঘরে রাখা ধান খেতে দেওয়া কীটনাশক (বিষ) পান করে আত্মহত্যা করে।নিহত কিশোরী কচুয়া থানার লড়ারকুল গ্রামের মোঃ আলতাফ হোসেনের মেয়ে।
প্রশাসনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নিহত মুন্নি আক্তার মাধবকাঠি ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ছিলেন। ৩/৪ দিন আগে নিহত মুন্নি আক্তারের মাতা তাসলিমা বেগম লেখাপড়া ও ঘরের কাজ নিয়ে মুন্নিকে বকাঝকা করে। এতে সে মায়ের উপর অভিমান করে ঠিকমত খাওয়া দাওয়া বন্ধ করে দেয়।
এক পর্যায়ে অভিমানে ১০ অক্টোবর আনুমানিক সকাল ৯:১০ মিনিটের দিকে সকলের অগোচরে ঘরে রাখা ধান খেতে দেওয়া কীটনাশক (বিষ) পান করে। এ ঘটনা নিহতের মাতা তাসলিমা বেগম টের পেয়ে ডাকচিৎকার দিলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতাল নিয়ে যায়। সেখানে তার অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল হস্তান্তর করেন। সেখান থেকে এ্যাম্বুলেন্স যোগে খুলনায় যাওয়ার পথে দুপুর ২ টার দিকে পথিমধ্যে মৃত্যুবরণ করেন।এ রির্পোট লেখা পর্যন্ত এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।