মুলাদী প্রতিনিধিঃ ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরাপক্ষ রাষ্ট্র চাই-ধর্ম যার যার রাষ্ট্র সবার প্রতিপাদ্য বিষয়ের আলোকে ২০১৮ সালে বর্তমান সরকার ঘোষিত নির্বাচনী ইস্তেহার ৭দফা দাবী বাস্তবায়নের দাবীতে মুলাদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ।
শুক্রবার বিকাল ৪টায় মুলাদীর রেইন্ট্রিতলা নবীন সংঘ চত্বরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। উপজেলা হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি- কাজিরচর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক বীরমুক্তিযোদ্ধা বাবু অনিল ভক্তর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাপস মজুমদারের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মিনাল কান্তি তালুকদার, সাবেক ব্যাংকার সমীর বনিক, সুত্রাপুর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃণাল কান্তি মজুমদার, মুলাদী কেন্দ্রীয় মন্দিরের সভাপতি রাম কৃষ্ণ বনিক, সাংগঠনিক সম্পাদক সুসান্ত বাইন সহ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।