স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টীম ৮শত পিস মাদক জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ চঞ্চল হোসেন (২৭)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত চঞ্চল হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার গদখালী গ্রামের আলাউদ্দীনের ছেলে। ঘটনার বিবরণ অনুযায়ী যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ সোলায়মান আক্কাস, এসআই কাজী আব্দুল মান্নান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সদের নিয়ে বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে আটটায় কোতয়ালী মডেল থানাধীন পৌরসভাস্থ হরিনাদত্ত লেন রোডস্থ নোভা ক্লিনিকের সামনে অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী অঞ্চলকে ৮ শত পিচ মাদক জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে।
উদ্ধারকৃত ট্যাবলেটের মূল্য অনুমানিক বাজারমূল্য ১লক্ষ ৬০ হাজার টাকা।
এ সংক্রান্তে এসআই মোঃ সোলায়মান আক্কাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে এবং এ সংক্রান্ত বিষয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।