হৃদয় চন্দ্র শীল, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ দলকে শক্তিশালী করার লক্ষ্যে দশমিনা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হাওলাদার প্রায় দেড় শতাধিক মোটর সাইকেল নিয়ে শোডাউন করেন। বৃহস্পতিবার বিকাল ৪টায় দশমিনা সদর ইউনিয়ন পরিষদ চত্তর থেকে মোটরসাইকেল শোডাউন বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। এরপর মোটরসাইকেল বহরটি দশমিনা সদর ইউনিয়নের হাজীর হাট এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শিহাব, আব্দুর রসিদ তালুকদার সরকারি কলেজ ছাত্রলীগে যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ প্যাদা, উপজেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক আবু জাফর, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগ, ছাত্রলীগ, নেতা-কর্মীরা অংশ নেয়।